বড়লোক আরো বড় হচ্ছে, গরীবগুলোর পিঠের ছাল উঠছে

ট্যাক্স ফাঁকি দিতে বড়লোকরা উকিল ব্যারিস্টার রাখে।
এ এক আজব দেশ।
কামলা দিয়ে গার্মেন্টস শ্রমিক ও প্রবাসীরা যা আনে সেটা লুটে খায় রাষ্ট্রের কামলা’রা।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অগোছালো উন্নয়নে।
জ্ঞান বিজ্ঞানে বরং পিছিয়ে যাচ্ছে।
আমরা কতটুকু এগোচ্ছি? অন্য দেশগুলো তো থেমে নেই, তারা আরো এগোচ্ছে।
মেট্রো রেল হচ্ছে, আহা! এমন একখান ভাব যে বিশ্বে আমরাই প্রথম মেট্রোরেল করতেছি।

ঢাকায় একটা বিল্ডিং থাকলে প্রতি বছর সেই মালিক আরেকটা করে বিল্ডিং তৈরী করছে।
বাসা ভাড়া দিয়ে ব্যাংক লোন পরিশোধ করছে।
আর ভাড়াটিয়ারা প্রত্যেক বছর বাপ দাদার জমি বিক্রি করছে।

একজনের ২০ টা ফ্লাট, ১০ টা বাড়ি।
টাকা হলে ১০ টা গাড়িও কেনা যায়।
এ দেশে রাস্তা দুইটা, একটা টাকার আরেকটা পরিশ্রমের।
পরিশ্রমের রাস্তা ১লেনের, টাকার’টা ৪লেনের। টাকা ইনকাম করতে এ দেশে মেধাও লাগেনা, পরিশ্রমও লাগেনা। অসৎ হলেই ভাল টাকা ইনকাম করা যায়। যে দেশে টাকায় সব হয় সে দেশে দূর্নীতি তো হবেই।

দেখুন জিয়ার মত আর কে বাকি আছে যার খেতাব কেঁড়ে নেয়া যায়। “বিএনপি ১ টা দূর্নীতি করলে আওয়ামিলীগ করবে ৫টা” এরকম প্রতিযোগিতায় চলছে রাজনীতি।

বিএনপির কাছে আওয়ামিলীগ জনগন নয় আর আওয়ামীর কাছে বিএনপি।

জনগন, দল ও আমরা প্রতিশোধে বিশ্বাসি। জাতিগতভাবে আমরা শত্রুতায় বিশ্বাসি।
অথচ
বাড়ি ভাড়া, চিকিৎসা খরচ, সংসার খরচ, আনুষাঙ্গিক খরচ মেটাতে এদেশের বেশিরভাগ মানুষ পিঠের ছাল নিয়ে কবরে যেতে পারেনা।

বাংলাদেশের গরীবরা জাহান্নামে গেলেও কিছুটা সুখে থাকবে হয়ত।
গরিবী দুর্যোগে গরীবরা মরে যাক। বাংলাদেশ তথা পৃথিবী হোক বড়লোকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *