ইসলাম কোন বিষয়কে সাপোর্ট না করলে আঘাত করতে হবে?

-ভাষ্কর্য ইসলাম সমর্থন করেনা বুঝলাম
-সিনেমা-নাটক, গান-বাজনা ইসলাম সমর্থন করেনা বুঝলাম।
-অন্য ধর্ম, মন্দির ইসলাম সাপোর্ট করেনা বুঝলাম।
-নারীদের নেতৃত্ব ইসলাম সাপোর্ট করেনা বুঝলাম।
-নারীদের বোকরা ছারা ঘরের বাইরে বের হওয়া সাপোর্ট করেনা বুঝলাম।
-কনসার্ট, ড্যান্স, পহেলা বৈশাখ, বাঙালি সংস্কৃতি, শহিদ মিনার ইসলাম সাপোর্ট করেনা বুঝলাম।

তো কথা হচ্ছে ইসলাম সাপোর্ট না করলে সেগুলোর ওপর আঘাত করতে হবে?

ইসলামের নিয়ম না মানলে সবাইকে জোড় করে মানাতে হবে?
জোড় করতে যারা পারে, তারা তো জোড় করেই করে আর যারা না পারে তারা তো চোরা গুপ্ত হামলা, জঙ্গী হামলা করে।

আপনি সিয়া হলে সুন্নিকে আঘাত করবেন আবার ওয়াহাবি হলে হানাফিকে আঘাত করবেন, কাফের ফতোয়া দিবেন, ঘৃনা করবেন।
এসব কতকাল?

ধর্ম পালন করার চেয়ে হঠাৎ চাপিয়ে দেয়ার প্রবনতা লক্ষ করা যাচ্ছে।
অন্য মানুষ জাহান্নামী হলে তাদের তাদের পরান এতটাই কান্দে যে খুন করে সেই কান্না থামাতে চায়।

একদিকে চায় সবলোক ইসলামের পথে আসুক আর অন্যদিকে তাদের হামলা করেই নিজের জান্নাত নিশ্চিত করতে চায়।

নিজের দেশে চায় ইসলাম বিরোধী কিছু না থাকুক, আর অন্য ধর্মের দেশে চায় ইসলাম থাকুক।