Honour Killing/ অনার কিলিং – এটা পাকিস্তান বা তাদের লোকজনের কাছে খুব সাধারণ ঘটনা।
আমাদের বাংলাদেশেও প্রায়ই শোনা যায় এমন ঘটনা।
ছবির মেয়েটির নাম Saman Abbas (১৮)।
মেয়ের আধুনিক চলাফেরা ও নিজের পছন্দের পাত্রকে বিয়ে না করার কারনেই হত্যা করেছে তার বাবা-মা।
সম্মান রক্ষার অযুহাতে এই হত্যাকান্ডের জন্য গেল মঙ্গলবার ইতালির একটি আদালত মা-বাবাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।
জ্ঞান, বিজ্ঞান, সভ্যতার এই যুগে এসেও এমন খবর আমাদের শুনতে হয়!
বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ পরিচালনা করছে আমাদের আগের প্রজন্ম। তাদের বেশিরভাগ লোক বিশ্ব সম্পর্কে তেমন কিছুই জানেনা। মজার ব্যাপার হল আমাদের প্রজন্মের শতকরা ৮০ ভাগ ছেলে-মেয়েরা জানেই না “পৃথিবীটা গোল”।
-তাদের কাছে আমাদের সামাজিক কালচার কেমন আছে?
-ভাল নেই।
আমাদের দম বন্ধ হয়ে যায় এই সমাজে।
চুল বড় রাখার জন্য মানুষ আমাদের মারতে চায়। হাফ প্যান্ট পরার জন্য আমাদেরকে সমাজ প্রত্যাখ্যান করে।
আমরা ভাল নেই।
তারাও ভাল নেই এই আধুনিক বিশ্বে।
তারা মনেকরে আমাদের হাফপ্যান্ট পরার জন্য এই বিশ্ব ভাল নেই।
Latest posts
-
আজ বুদ্ধিজীবী দিবস
পাকিস্তানিরা যখন নিশ্চিত পরাজয়ের দ্বারপ্রান্তেঠিক তখন নিকৃষ্ট একটা পথ বেছে নিয়েছিলো, যা মানব ইতিহাসে আর দ্বিতীয়বার ঘটেনি। মানুষ অনেকটা নিচে নামতে পারে কিন্তু পাকিস্তানিদের মত না। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। এই বুদ্ধিজীবী হত্যার একমাত্র উদ্দেশ্য ছিল স্বাধীনতা লাভ করতে যাওয়া একটি জাতিকে মেধাশূন্য…
-
শেখ হাসিনা
মানুষের মধ্যে যদি রাগ বলতে কিছু থাকে তবে শেখ হাসিনাকে দেখে শেখা উচিত।শেখ হাসিনার ভুল নিয়ে এখন বলছি না, তার গুনগুলো বলতেছি। হাসিনার পরিবর্তে বাংলাদেশের অন্য কেউ থাকলে বিএনপি, জামাত নামের কোন অস্তিত্বই থাকতো না বাংলাদেশে। “আপনার স্ব পরিবার হত্যা করার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব পেলে ঠিক কি করতেন?” শেখ হাসিনাকে মোট ১৯ বার হত্যা চেষ্টা…
-
শাহরিয়ার কবির আসলেই মুরগি সাপ্লাইয়ার?
“বাংলাদেশ আজ পাকিস্তানের সাথে থাকলেই ভাল হতো” বলা লোকজন শাহরিয়ার কবিরকে ঘৃনা করে। অথচ তাদের তো ওনাকে ভালবাসার কথা। দেশ স্বাধীনের সময় হয়তো মানুষহত্যার চেয়ে মুরগি সাপ্লাই দেয়া বেশি অপরাধ ছিলো! এজন্যই হয়তো সাধারন মানুষ নিজামী আর সাঈদীকে আপন ভাবে আর শাহরিয়ার কবিরকে ঘৃনা করে। “পাকিস্তানিদের মুরগি সাপ্লাই দিতো শাহরিয়ার কবির” এই তত্ত্বটি নুরু গ্রুপ…