সারা জীবন শুনেছি মুসলমান মুসলমান ভাই ভাই। কিন্তু এক মুসলমানের সবচেয়ে বড় শত্রুই হচ্ছে অন্য মুসলমান।
বদমাইশ পাকিস্তানের মুসলিমরাও আমাদের ভাই মনে করতে পারেনি। নির্বিচারে আমাদের হত্যা করেছে।
আফগান, ইরাক, ইরান, পাকিস্তান এদের কারো সম্পর্ক ভাল না। দেশের বাইরে প্রবাসী শ্রমিকদের দন্দের মূল খবর হচ্ছে এক রুমে মুসলমান ভাই ভাই ঝামেলা করে মার্ডা*র হয়ে যাওয়া।
বাংলাদেশে অবস্থানরত বিদেশি অপরাধীদের মধ্যে ক্রেডিট কার্ড জালিয়াতি, জঙ্গি তৎপরতা, আদমপাচার, জাল ডলার ও মাদকপাচারে জড়িয়েছে অনেক বিদেশি। আটককৃতদের মধ্যে নাইজেরিয়া, আফ্রিকা, সেনেগাল, লাইবেরিয়া, ঘানা, কেনিয়া, উগান্ডা, সোমালিয়াসহ আরও কয়েকটি দেশের নাগরিকই বেশি। এসব ভাই মুসলমানরা আমাদের কি ভাই ভাবেনা? দেশে অবস্থিত বিদেশি অপরাধীদের মধ্যে আপনি ৯৯% পাবেন আমাদের জাত ভাই।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, তুরষ্ক, লিবিয়া, ওমান, বাহরাইন, জর্ডান, লেবানন, কুয়েত এরা মুসলিম প্রধান দেশ হলেও আমাদের মিসকিন ভাবে। এইসব দেশে যারা থাকে তারা জানে কুকুরকে রুটি দেয়ার মত সম্পর্ক মালিক আর কর্মচারীর।
আর কাফেরদের দেশ ইউরোপে আপনি রোড ক্লিনার হলেও স্যার সম্ভধন করে বুকে নিবে।
সোমালিয়ার জলদস্যুরা গেল মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ২৩ জন নাবিক ও ক্রুসহ এমভি আবদুল্লাহ নামে কবির গ্রুপের বাণিজ্যিক জাহাজের দখল নিয়েছে। সেই মুসলিম জলদস্যুরা মুসলমান বলে জাহাজটি ছেড়ে দেয়নি।
বিদেশি মুসলিম ভাইদের কথা বাদ দিলাম, দেশি মুসলিম ভাইরা সারাদিন দেশ জুড়ে যত আকাম-কুকাম করে কেউ কি মুসলিম ভাই হিসেবে কাউকে রেহাই দিছে কোনদিন?
আপনার আশেপাশে যত শত্রু আছে, যত লোক আপনার ক্ষতি করেছে সবাই কি ইহুদী?
এসব আসলে আমাদের পুরোনো রক্তের দোষ। নবীজির নাতি হাসান হোসেন কে হত্যা করেছিল মুসলিমরাই, মা ফাতেমাকে হত্যা করেছিল মুসলমানরাই, ওসমান, ওমর, আলি কে হত্যা করেছিল মুসলমানরাই। ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে অন্য ধর্মের লোক কখনও আমাদের শত্রু হয়নি। আমাদের আসল শত্রু আমাদের ভাই।
মাইক লাগিয়ে যতই বলুন ইয়াহুদী নাসারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কথা একদম মিথ্যে। আমাদের নিয়ে ভাবার তাদের টাইম নাই। তারা নিজেদের নিয়ে ভাবে। আমরা এত সুন্দর জাতি না যে আমাদের নিয়ে ইহুদী খ্রিষ্টনরা ভাববে। আমাদের সমাজ নষ্ট করতে তারা আসেনা, তাদের সমাজ নষ্ট করতে আমরা যাই।
বাংলাদেশে আসার স্বপ্ন নিয়ে কোন ইউরোপীয়ান জীবনের ঝুকি নিয়ে সমুদ্র পাড়ি দেয়নি।
সুরা আল হুজরাত, আয়াত ১০:
“নিশ্চই মুমিনরা পরস্পর ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। আর আল্লাহকে ভয় কর, আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে”।
এই আয়াত তো এক মুসলিমেও মানেনা। আমরা মুসলমান শুধু ইয়ের আগা কাটায়।