প্রথা বনাম নারী

সমস্যা পুরুষের কিন্তু সাবধানে থাকতে হবে নারীদের!

এইসব কথা আসলেই মৌলবাদী মানষীকতার কিছু লোক বলে, নারীরা প্রস্রাব কি দাড়িয়ে করবে বা করতে পারে?

মেয়েরা দাড়িয়ে প্রস্রাব করার জন্য প্রাকৃতিকভাবে তৈরী নয়।
আবার ছেলেরা বাচ্চা নিজের পেটে জন্ম দিতে পারেনা, এগুলোকে বলে প্রাকৃতিক,,

প্রথা হল-
— মেয়েরা বিয়ের পরে ছেলের বাড়ি থাকবে।
— ছেলে ইনকাম করবে আর মেয়ে খাবে।
— প্রেম করা খারাপ বিষয়।
— সেক্স খারাপ কাজ।
— মেয়েদের বাইক চালানো ও প্যান্ট পরা খারাপ কাজ।
— ছেলেরা আগে প্রপোজ করবে,,,,,,,,(এগুলো বলতে গেলে বই লিখে ফেলা যাবে।)

এবার বলি অধিকারের কথা।
অধিকার মানে বাঙালিরা কি বোঝে সেটা এক বিরাট রহস্য।

এক জনকে সম অধিকারের কথা বলে ছিলাম সে বলল “মেয়েরা তাহলে আর্মি চাকরী বস্তা টানা কাজ ও শক্তির ব্যাবহার” এগুলোর উদাহরন দিলো।
আমি তো থ…

আসলে সে বোঝেই না কেউ যদি কোন কাজের জন্য উপযোগী না হয় তবে ওই কাজ বাতিল করে দিতে পারবে এটা অধিকার। সে পুরুষ কিংবা নারী হোক।

ধরুন আপনি লম্বায় খাটো, শরীর চিকন অথবা একটা অঙ্গহানী। এখন আপনি পুরুষ হলেও তো আর্মীর সৈনিকের চাকরী পাবেন না। তাহলে কি আপনাকে মেয়েদের কাতারে ফালাবেন?

আসলে যেই কাজের জন্য যে উপযোগী সেই কাজ বেছে নিতে দেয়াটা অধিকার, চাপিয়ে দেয়া নয়।

সম অধিকার মানে সম ইচ্ছা, আমার ইচ্ছা নয়।
মানুষ মানে পুরুষ নয়।

(২০১৪ সালের লেখা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *